ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

জেনে নিন গত ২৪ ঘণ্টায় কাতারে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মে ১২ ২১:২৪:০২
জেনে নিন গত ২৪ ঘণ্টায় কাতারে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা

কাতার প্রবাসীদের জন্য জরুরী বিজ্ঞপ্তি

করো’নাভাই’রাস পরিস্থি’তি মধ্যেই কাতারে বসবা’সরত বাংলাদেশিসহ অ’ভিবাসীদের দেশটিতে অবস্থা’নের তথ্য নিব’ন্ধন করতে অনুরো’ধ জানানো হয়েছে। গত ২৭ জানুয়ারি থেকে চা’লু হওয়া এই তথ্য নিব’ন্ধন আগামী ২৬ জুলাইয়ের মধ্যে না করলে কাতারি পরিচয়পত্র (আইডি) ব্লক করাসহ কাতারি ১০ হাজার রিয়াল জ’রিমা’না করা হবে।

এ অবস্থায় সব প্রবাসি বাংলাদেশিদের এই নিব’ন্ধন করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। করো’না প্রা’দুর্ভা’বের কারণে যারা জাতীয় পরিচয়পত্র তথ্য নিব’ন্ধন পূরণ করেনি, তাদেরকে আগামী ২৬ জুলাইয়ের মধ্যে তথ্য নিব’ন্ধন করার আহ্বান জা’নিয়ে বিজ্ঞপ্তি প্র’কাশ করেছে কাতার সরকার।

তাই কাতার সরকারের ঘোষিত তারিখের মধ্যে তথ্য নিব’ন্ধন করে নেয়া দরকার বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা। কাতারি ১০ হাজার রিয়াল জ’রিমা’না থেকে র’ক্ষা পেতে বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র করে নেয়া আহ্বান জানিয়েছেন কাতার কমিউনিটির নেতা ও ব্যবসায়ী হাসান মাবুদ।

প্রবাসী বাংলাদেশিদের যথাযথ সময়ের মধ্যে তথ্য নিব’ন্ধনের আ’হ্বান জা’নিয়েছেন বাংলাদেশ দূতাবা’সের শ্র’ম কাউন্সিলর ড. মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। প্রবাসীরা মোবাইল ফোনে www.moi.gov.qa ওয়েবসাইটে গিয়ে বা কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যেকোনো সার্ভিস সেন্টারে সরাসরি উপ’স্থিত হয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন।

রেজিস্ট্রেশন করতে জোন নম্বর, স’ড়ক নম্বর, বিল্ডিং নম্বর, ইউনিট নম্বর, পোস্ট বক্স নম্বর, কাহরামা নম্বর, মোবাইল নম্বর, ই-মেইল এবং বাংলাদেশের ঠিকানাও দিতে হবে। ইতোমধ্যে ১০ লাখ মানুষ এই তথ্য নিব’ন্ধন করেছে বলে জানিয়েছে কাতার কর্তৃপক্ষ।

বিশ্ব - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ