ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১

পোশাক শ্রমিকদের জন্য দারুন সুখবরঃ পাচ্ছেন ২ মাসের বেতন ও ৩৫ দিনের ছুটিসহ ইদ বোনাস

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মে ১২ ১৯:৫০:০৩
পোশাক শ্রমিকদের জন্য দারুন সুখবরঃ পাচ্ছেন ২ মাসের বেতন ও ৩৫ দিনের ছুটিসহ ইদ বোনাস

সুবল চন্দ্র সাহা, তিনি তার কারখানার তিনহাজার শ্র’মিকের মার্চ এপ্রিলের বেতন তো দিয়েছনই, সামনে তাদের দুঃসময়ের দায় বহন করবার নিশ্চয়তাও দিয়েছেন। নারায়ণগঞ্জ এস পি গ্রুপের মালিক তিনি। তার অধিনে চাকরি করেন তিন হাজার শ্র’মিক কর্মচারী।

তিনি শ্র’মিক কর্মচারী সকলেরই দুই মাসের বেতন দিয়ে ২৬ মার্চ থেকে পরবর্তী ৩৫ দিনের ছুটি দিয়ে দিয়েছেন। বিকাশে ঈদ বোনাস পাঠিয়ে দেওয়ার প্রতিস্রুতি দিয়েছেন।

পরিস্থিতি স্বাভাবিক না হলে নিয়ম অনুযায়ীই ছুটি বাড়িয়ে দেবেন। তাতে বেতন এবং চাকরি কোন ধরণের হু’মকির মধ্যে পড়বে না বলে শ্র’মিক কর্মচারীদের জানিয়ে দিয়েছেন। চূড়ান্ত অ’মানবিকতার এই সময়ে নিশ্চয় তিনি আমাদের স্রদ্ধা পাওয়ার অধিকার রাখেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে