ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১

দেশে ফিরলেন আরো ২১৭ বাংলাদেশি

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মে ১২ ১৯:২২:২১
দেশে ফিরলেন আরো ২১৭ বাংলাদেশি

এর মধ্যে ভারতে আটকে পড়েছেন অনেক বাংলাদেশি। ভারত থেকে বিশেষ ফ্লাইটে করে দেশে ফিরছেন বাংলাদেশিরা। সেই সঙ্গে বেনাপোল দিয়েও আসছেন অনেকেই। আজ বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ২১৭ বাংলাদেশি।

তাদের সবাইকে যশোরের ঝিকরগাছার গাজির দরগাহ ও বেনাপোল পৌর কমিউনিটি সেন্টারে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এ ব্যাপারে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি আহসান হাবিব জানান, ভারত থেকে ফেরত আসা পাসপোর্ট যাত্রীদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে নিকটস্থ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেয়া হচ্ছে। সেনাবাহিনী,পুলিশ, বিজিবি, উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের পৌঁছে দিচ্ছেন।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল এ ব্যাপারে বলেন, ‘উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভারত থেকে ফেরত আসা যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১৪ দিন রাখা হচ্ছে। আজ যেসব যাত্রী দেশে এসেছেন তাদের আমরা যশোর- বেনাপোল মহাসড়কের গাজিরদরগাহ নামক একটি মাদ্রাসায় রেখেছি। সেখানে তারা কোয়ারেন্টিনে থাকার পর যদি কারো শরীরে করোনা সংক্রমণ ধরা না পড়ে তবে সরাসরি বাড়ি চলে যেতে পারবেন।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে