ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

করোনা ভ্যাকসিনঃ সমস্যা হলো এটা আফ্রিকায় আবিষ্কৃত হয়েছে

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ মে ১২ ১৭:২৪:৫৭
করোনা ভ্যাকসিনঃ সমস্যা হলো এটা আফ্রিকায় আবিষ্কৃত হয়েছে

গোটা বিশ্ব বিপর্যস্ত প্রাণঘাতী করোনাভাইরাসে। বিশ্বজুড়ে করোনাভাইরাসের ভ্যাকসিন আনার জন্য তীব্র প্রতিযোগিতা চলছে। এখন পর্যন্ত এ থেকে পরিত্রাণের কোনও সফল প্রতিষেধক আবিষ্কার করতে পারেনি চিকিৎসা বিজ্ঞানীরা। ফলে বিশ্বব্যাপী প্রতি মুহূর্তে দীর্ঘ হচ্ছে লাশের সারি।

এরই মধ্যেই আফ্রিকার দেশ মাদাগাস্কার একটি হার্বাল ওষুধ আবিষ্কার করেছে। যেটার নাম কোভিড অর্গানিকস। দেশটির রাষ্ট্রপতি অ্যান্ড্রি রাজোয়েলিনার দাবি, এই হার্বাল সেবনে মাত্র ১০ দিনে করোনাভাইরাস থেকে সেরে ওঠা যায়।

এদিকে সোমবার মাদাগাস্কারের প্রেসিডেন্ট ক্ষোভের সুরে বলেন, এটা যদি ইউরোপের কোনো দেশ আবিষ্কার করতো, তাহলে কি এটা নিয়ে এতো সন্দেহ থাকতো? সমস্যা হলো এটা আফ্রিকায় আবিষ্কৃত হয়েছে। তারা এটা মানতে পারছে না যে পৃথিবীর অন্যতম গরিব দেশ মাদাগাস্কার বিশ্বকে রক্ষা করতে এই ফর্মুলাটি আবিষ্কার করেছে।

অন্যদিকে ওষুধটি তাঞ্জানিয়া, গিনি বিসাউ, লাইবেরিয়াসহ আফ্রিকার আরও কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে। তবে যথাযথ বৈজ্ঞানিক প্রক্রিয়া অনুসরণ না করায় এ ওষুধের ব্যাপারে সতর্কতা দেয় ডব্লিউএইচও।

অ্যান্ড্রি রোজালিনা বলেন, করোনাভাইরাস রুখতে কভিড অর্গানিকস কার্যকর। আমরা করোনা রোগীদের এটা সেবন করিয়ে ফল পেয়েছি। আক্রান্ত ব্যক্তিকে এটা সেবন করানোর ২৪ ঘণ্টার মধ্যে উন্নতি লক্ষ্য করা যায়। এই হার্বাল ওষুধ সেবন করে কেউ কেউ সাতদিনে ও কেউ কেউ দশদিনে সুস্থ হয়ে উঠেছেন। এটা প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এবং এটার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

এর আগে আফ্রিকান ইউনিয়ন (এইউ) ওষুধটির কার্যকারিতা নিয়ে বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত দেখতে চেয়েছে মাদাগাস্কার থেকে। মাদাকাস্কার প্রেসিডেন্টের একজন উপদেষ্টা বিবিসিকে জানান, তিন সপ্তাহে ২০ জনেরও কম রোগীর মধ্যে কভিড-অর্গানিকস নামে এই ওষুধ পরীক্ষা করা হয়েছে।

তবে এই ট্রায়ালে ডব্লিউএইচও গাইডলাইন মানা হয়নি বলে জানা গেছে। তবে কভিড অর্গানিকসের বৈজ্ঞানিক গবেষণার জন্য মাদাগাস্কার গত বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগাযোগ করেছে। দুই দেশ মিলে করোনা প্রতিরোধে এই ভেষজ চায়ের বৈজ্ঞানিক কার্যকারিতা প্রমাণ বের করবে।

বিশ্ব - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ